মতলব উত্তরে দক্ষিণ পাঁচগাছিয়া বায়তুল মামূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

0
ছেংগারচর পৌরসভার দক্ষিণ পাঁচগাছিয়া বায়তুল মামূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দক্ষিণ পাঁচগাছিয়া বায়তুল মামূর জামে মসজিদের তিন তলা বিশিষ্ট একটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তÍর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ আছর বিকেল সাড়ে ৫টায় পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি, ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর মাজাকাত হারুন মানিক প্রধান অতিথি হিসেবে মসজিদের তিন তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তÍর স্থাপনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসায় জুমার নামাজ চলাকালীন আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর মাজাকাত হারুন মানিক বলেন মসজিদ নির্মাণে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। তার বক্তব্যে তিনি বলেন, মসজিদ হলো মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ পবিত্র স্থান।

পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। যার কারণে মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার গভীর সম্পর্ক রয়েছে। সেজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার কাজে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আনন্দ, গৌরব ও সওয়াবের বিষয়। তিনি বলেন, আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন হবে এ মসজিদটি।

”মসজিদটি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করে মাজাকাত হারুন মানিক আরো বলেন, মসজিদের গুণগতমান ও নির্ধারিত মেয়াদের মধ্যে যেন সকল কাজ সম্পন্ন হয় সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আল্লাহর ঘর মসজিদে দানের মাধ্যমে পরকালে অফুরন্ত শান্তি লাভ করা সম্ভব। সেটা দানের পরিমাণ অনুযায়ী নয়, দান করার মানসিকতাই আল্লাহ বিবেচনা করবেন। এসময় বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামান, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরমান হোসেন মুকুল, প্রকৌশরী ফজলুর রহমান, আঃ মোমেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফকির, ছাত্রনেতা মোঃ রায়হান সরকার প্রমূখ।

এসময় এলাকার সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ,সুধীবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উক্ত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান।

উল্লেখ্য পৗরসভার দক্ষিণ পাঁচগাছিয়া বায়তুল মামূর জামে মসজিদের তিন তলা বিশিষ্ট একটি আধুনিক মসজিদের ভবনে মহিলাদের নামাজের ব্যবস্থা, ইমাম,মুয়াজ্জিন এর বাসস্থান,ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য-বর্ধনের ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যে ঐতিহ্যবাহী পুরনো পাকা মসজিিেট ঝুকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয় এবং পুনরায় নির্মাণের জন্য প্রস্তÍুতি গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here