মতলব উত্তরে গলায় ওড়না পেঁচানো গৃহবধূ লাশ উদ্ধার

0
মতলব উত্তরে উপজেলায় সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো গৃহবধূ রুনা আক্তার (২১)-এর লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলায় সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো গৃহবধূ রুনা আক্তার (২১)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৩১ মার্চ ২০২৫) ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। রুনা পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ঠেটালীয়ার মরহুম সামছুল হক মোল্লার ছেলে মো. আব্দুল হাকিম মোল্লা (৩৮)-এর সাথে বিগত ৫/৬ মাস পূর্বে ঠাকুরকান্দি ভুইয়া বাড়ির মো. রফিকুল ইসলাম ভূইয়ার একমাত্র কন্যা রুনা আক্তার (২১)-এর বিয়ে হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে রুনার স্বামী সকাল সাড়ে আটটায় ঈদগাহে যান। নামাজ শেষ হলে তিনি খবর পান, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি দৌড়ে বাড়ি গিয়ে দেখতে পান, তার স্ত্রী সিলিং ফ্যানে ঝুলে আছে। এ ঘটনা খবর ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ঢল নামে। কে বা কারা এ খবরটি ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানালে মতলব উত্তর থানা পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

মৃতের ভাই মো. শরীফুল ইসলাম জানান, আমার বোন আত্মহত্যা করেনি, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রুনার স্বামী হাকিম মোল্লা রুনাকে মেরে ফেলে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। এদিকে মৃত রুনার স্বামী হাকিম মোল্লা গা ঢাকা দিয়েছেন। তার গা ঢাকা নিয়ে এলাকায় আলোচনায় এসেছে, এটি কি আত্মহত্যা না হত্যা?

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here