প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, রমজান মাসে তিনি ( ড. মোহাম্মদ জালাল উদ্দিন) ওমরা পালনে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন।
তাই ওনার অনুপস্থিতিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদ খাঁন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটোয়ারী, যুবদল নেতা ফরহাদ সহ নেতৃবৃন্দ।
এ সময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জনগণের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।