প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষেপ্রস্তÍুতিমূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তÍুতি মূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ
হোসেন।
এসময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, মতলববাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার,উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আলী,মতলব দক্ষিণ উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃষ্টান,ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় আগামী ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।