চাঁদপুরের মতলব দক্ষিণে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0
চাঁদপুরের মতলব দক্ষিণে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইপাস সড়কে বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা মতলব এক্সপ্রেস নামে একটি দাঁড়ানো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । রোববার (৯ মার্চ) রাত ৪টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এলাকাবাসী ও মতলব ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,মতলব বাইপাস সড়ক পানির টাংকি সংলগ্ন জিএফসি রেস্টুরেন্টের নিকট দাঁড়ানো থাকা মতলব এক্সপ্রেস বাসে ( যার নং ঢাকা মেট্রো ব-১৪-৫৪৯০) আগুন জ্বলতে দেখে মতলব দক্ষিণ থানার টহল পুলিশ স্থানীয় ফায়ার স্টেশনে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে বাসের সিট ও গ্লাসসহ বাসটি পুড়ে গেছে।

এতে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা। তবে বাসে কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আলী স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন,কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তদন্তের পর বলা যাবে কীভাবে অগ্নিকান্ডর সূত্রপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here