মতলবে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

0
মতলবে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধি ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১হাজার কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড ।শনিবার ( ৮ মার্চ-২০২৫) ভোর রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন।জব্দকৃত জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় আজ ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জাটকা রক্ষায় অভিযান পরচালনা মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযান পরিচালনা করে ১হাজার কেজি জাটকা জব্দ করা হয়।মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এম. কবির জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়।

জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here