মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

0
মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব নপ্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ৫ টি বসতঘরসহ ১৫ দোকান ভষ্মিূত হয়েছে বলে জানগেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হযয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব বাজারের একটি মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারের শাহী জামে মসজিদের  মাইক থেকে আগুন নেভানোর আহবান করলে বাজারেরব্যবসায়ীরা বালতি ও পানি নিয়ে ছুটে যান। স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে।খবর পেয়ে মতলব ও চাঁদপুর থেকে দুটি ফায়ার  সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতেযোগ দেয়।

এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প  বিকেল হয়ে গেলে আগুন নিভাতে কিছুক্ষণ বিলম্বিতহয়। এতে আগুনের লেলিয়ান শিখা আশে-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল ১ ঘন্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততোক্ষনে ত ৫ টি বসত ঘর ও ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আগুনের প্রথম সূত্রপাত ঘটে।

তারপর আগুন স্থানীয় মেথর পট্টিতে ছড়িয়ে পড়ে। মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান তার দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুন দেখে অজ্ঞান হয়ে পড়েন।আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে ১টি মাইকের দোকান, ৫টি মুদি দোকান, ৪টি কাপড়ের দোকান, ৫টি হার্ডওয়ার দোকান ও স্থানীয় মেথরপট্টির ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক চাঁদপুর এর সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, আমরা কাজ করতেছি, পরে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here