শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় – আক্তার হোসেন

0
শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় – আক্তার হোসেন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা : দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনাপর্ষদের সভাপতি আক্তার হোসেনে। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি । সুজাতপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ মাসুদ পারভেজের সভাপতিত্বে, এ সময় মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদিপ মন্ডল, অত্র কলেজের গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য আফজাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম,যুবদলের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খোরশেদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here