মতলব উত্তরে রাসেল স্মৃতি ফাউন্ডেশনের ২০২৪ এর গৃহীত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সমপন্ন

0
মতলব উত্তরে রাসেল স্মৃতি ফাউন্ডেশনের ২০২৪ এর গৃহীত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সমপন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ-২০১৪ এর প্রয়াত শিক্ষার্থী মোহাম্মদ রাসেল মিয়া এর স্মৃতি রক্ষার্থে তার বন্ধুদের নিয়ে (এসএসসি ব্যাচ-২০১৪) এর গঠিত রাসেল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক গৃহীত রাসেল স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন,সাবেক সি.আই.পি-সাবেক সভাপতি- রিহ্যাব এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী, ব্যারিস্টার মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠঅনটি সঞ্চালনা করেন, শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন।স্বাগত বক্তব্য রাখেন, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক কাউছার ও রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠঅতা সদস্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠঅনও বৃত্তি পরীক্ষার পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ওমর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক- সার্জারী বিভাগ ডা. মোঃ মাহমুদুল হাসান (কাফি), মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ হাফিজুর রহমান কবির, ঢাকা জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ শামীমুল ইসলাম, রাসেল স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের গভার্ণিংবডির সদস্য মোঃ লাদেন সরকার, শিক্ষার্থী নুছাইবা নিঝুম প্রমূখ। এসময় উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,রাসেল স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সদস্য, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, মেধাবী শিক্ষার্থীদের অ[িাবকবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সদস্যসহ বিভিন্ন সুধিসমাজ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকেতেলোয়াত করেন,মাওলানা মোঃ ইসহাক। শেষে প্রয়াত শিক্ষার্থী মোহাম্মদ রাসেল মিয়া এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করীম। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাশে ৫ জন করে সাংবাদিক পুত্র তাহমিদ সাইফ খানসহ মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, রাসেল স্মৃতি ফাউন্ডেশন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ এর এসএসসি ব্যাচ-২০১৪ এর একটি সামাজিক উদ্যোগ। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক সেবামূলক সামাজিক সংগঠন। ২০১৪ সালে তাদের বন্ধু (এসএসসি ব্যাচ ২০১৪) মোঃ রাসেল মিয়া কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

তার স্মৃতিতে এসএসসি ব্যাচ ২০১৪ এর বন্ধুরা একতাবদ্ধ হয়ে উপজেলার সটাকী বাজারে ২০১৯ সালে রাসেল স্মৃতি ফাউন্ডেশন মূলক একটি সামাজিক সেবামূলক সংগঠন গঠন করে। ২০১৯ সালে এই সংগঠনটি যাত্রার শুরু থেকেই সংগঠনটি মতলব উত্তর উপজেলায় মেধাবী শিক্ষা বিস্তার, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের সহায়ক বই,স্কুল ড্রেস,ভর্তি ফি এবং অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নিরক্ষরতা, দারিদ্র্য, বৈষম্য এবং ক্ষুধা মুক্ত সমাজ বিনির্মানে কতগুলো স্বপ্ন নিয়ে নিবরন্তন ভাবে কাজ করে আসছে।

এছাড়াও সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়ন এবং মানুষের মধ্যে বৈষম্য দূরীকরণে সংগঠনটি কাজ করছে।রাসেল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ওমর আলী বলেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে তার সহপাঠি বন্ধু এসএসসি ২০১৪ ব্যাচ এর ছাত্র মরণ ব্যাধি রোগ ক্যান্সারে মৃত্যু বরণ করা প্রয়াত রাসেলের স্মরণে তার বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠিত রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয় ২০১৯ সালে।

প্রতিষ্ঠার প্রথমবার ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকেই প্রতি বছরই এ মেধা বৃত্তি পরীক্ষা চালু হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে আজকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ২৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। তার নামানুসারে এই সামাজিক সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি উপজেলায় মেধাবী শিক্ষা বিস্তারের জন্য মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে।

মেধাবী শিক্ষার্থীদের উৎশাহী প্রদান ও শিক্ষা ক্ষেত্রে তাদের মনযোগি করা, শিক্ষার্থীরা যেন শিক্ষাটাকে আনন্দ হিসেবে নেয় এবং তাদের মধ্যে মেধার প্রতিযোগিতার পাশাপাশি তাদের ভিতর জরতা কাটাবার জন্য আমাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া বন্ধু রাসেল এর নামে এ বৃত্তি পরীক্ষা। সকলের কাছ থেকে সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামীতে আমাদের এ কার্যক্রমগুলো আরো প্রসার করতে চাই।

জীবন যৃদ্ধে হেরে যাওয়া রাসেলকে আগামী প্রজন্মদের মাঝে ফুটিয়ে তুলতে চাই।অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ চমৎকার পরিবেশের মধ্যদিয়ে সুন্দর, সুচারু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে রাসেল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ওমর আলী মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্টি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here