প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নীলনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এ সময় তিনি বলেন তোমরা সাংস্কৃতিক খেলাধুলার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে এমনটাই প্রত্যাশা করি। নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান মিয়ার সভাপতিত্বে অত্র উচ্চ বিদ্যালয়ের সহকরী শিক্ষক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আশরাফুল আলম ও কলাকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।
নীলনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ও মতলব উত্তর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান,অবিভাবক সদস্য মুজাম্মেল তাঁতী ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, সাধারন সম্পাদক রফিক তাঁতী ,ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রুবেল মিয়া,সাবেক সভাপতি জসিম বেপারী ইউপি সদস্য কবির হোসেন,ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রইস উদ্দিন শুভ,নাহিদ হাসান,গোলাম রা্বানী মাল,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আবদুল কাইয়ুম মালসহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সহকরী শিক্ষক বৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম বলেন, আমার দেখা নীলনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান অনেক ভালো তবে সামনে আরো ভালো করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি সাংস্কৃতিক খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে যাতে ছাত্রছাত্রীরা মাদকাসক্ত না হয় এবং ইভটিজিং কারীদের সতর্ক করে বলেন যারা ইভটিজিং করবে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।