সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ড.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাস্ট কতৃক প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র বালিকা স্কুল সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

প্রধান শিক্ষক মোঃ মনিরুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক লিঃ এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহবুব-ই রাব্বানী (লেলিন)। আরো বক্তব্য রাখেন, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষখ মোঃ রফিকুল ইসলাম,ম্যানেজিং কমিটির দাতা সদস্য মাহবুবুল হক, অভিভাবক সদস্য মোঃ নকিব উদ্দিন, আবু তাহের সুমনসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, উন্নত দেশ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সেই জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব¡। সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী ও ধনাঢ্য ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে। তিনি আরও বলেন, উন্নত দেশ গঠনে আরো প্রয়োজন মেধাবী শিক্ষার্থী তৈরি করা। মেধাবী শিক্ষার্থীরাই পারবে বাংলাদেশকে উন্নত দেশের শিখড়ে নিয়ে যেতে। তাই লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা করতে হবে। আড্ডা থেকে দুরে থেকে লেখাপড়ার করার পর বাকি সময়টা খেলাধুলা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here