চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক

0
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক। বুধবার (৫ ফেব্রুয়ারি) মাসিক কল্যান সভায় জানুয়ারি মাস আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলেদেন।

এসময় জেলার উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত জানুয়ারি মাসে জেলার সর্বোচ্চ আইনশৃখলা রক্ষায়, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি স্থাবরূপ থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক জানান, মতলব উত্তর থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযোগিতা করেছে।

জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত উপজেলা এটি। তিনি মতলব উত্তর থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here