মতলব উত্তরের বাহেরচরে বালু উত্তোলনে জড়িত শীর্ষ ডা’কাত কানা জহিরসহ ১৪ জনের নামে মা’মলা

0
মতলব উত্তরের বাহেরচরে বালু উত্তোলনে জড়িত শীর্ষ ডা’কাত কানা জহিরসহ ১৪ জনের নামে মা’মলা

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তরের বাহেরচরে অ’বৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে গো’লাগু’লিতে শীর্ষ ডা’কাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরসহ ১৪ জনের নামে পৃথক দু’টি মা’মলা রুজু হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বাদী হয়ে মা’মলা দু’টি দায়ের করেন।

রোববার রাতে মা’মলা দুটি নথিভুক্ত হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে লক্ষ্য করে গু’লি ছুড়ে হ’ত্যা চেষ্টার অভিযোগে মেঘনা নদীর শীর্ষ নৌ-ডা’কাত-জ’লদ’স্যু কানা জহিরকে প্রধান আ’সামি করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আ’সামি করে একটি মা’মলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশের অভিযানে ক’কটেল, গু’লি, চাইনিজ কু’ড়াল উদ্ধার ও স্পিডবোট জব্দের ঘটনায় অ’স্ত্র ও বি’স্ফোরক আইনে অপর আরেকটি মা’মলা দায়ের করেন চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান। এ মা’মলায়ও কানা জহিরকে প্রধান আসা’মি করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আ’সামি করা হয়। এদিকে, গত (৫ আগষ্ট) আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে মুন্সীগঞ্জের সীমানায় পদ্মা-মেঘনা ও গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন, ডা’কাতি, নৌযানে চাঁদাবা’জিতে বে’পরোয়া হয়ে উঠেছে কিবরিয়া মিজি, কানা জহির, নয়ন ও পিয়াস নামের ডা’কাত-জলদ’স্যুরা।

গত শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার কালীরচর গ্রামে পুলিশ ও মেঘনার নৌ-ডা’কাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় কানা জহিরের দুই সহযোগী গুলিবিদ্ধ হয়। গুলি বিনিময়ের একপর্যায়ে ডা’কাত দল পালিয়ে গেলে ১১টি ক’কটেল, এক রাউন্ড রাই’ফেলের গু’লি, একটি চাইনিজ কু’ড়াল উদ্ধার ও ডা’কাত দলের ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করে পুলিশ।

কানা জহির, পিয়াস, নয়ন ও কিবরিয়া মিজি নিয়ন্ত্রণে এখন পদ্মা, মেঘনা ও গোমতী নদী। কানা জহিরের বিরুদ্ধে ২৭টি, পিয়াসের ৩৬টি, নয়নের বিরুদ্ধে ৩৩টি, জিতুর বিরুদ্ধে ২২টি এবং রিপনের বিরুদ্ধে ২৫টি মাম’লা রয়েছে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও চাঁদপুর জেলায়। এদিকে, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে মেঘনায় ডা’কাত-পুলিশ সংঘ’র্ষে দু’জন নি’হত হয়। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও নেতাদের মাসোহারা দিয়ে বছরের পর বছর ধরে এই ডা’কাতরা মেঘনায় চাঁদাবা’জিসহ ডা’কাতি করে চলেছে।
মেঘনায় উত্তোলিত চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে কানা জহির গংয়ের দু’পক্ষের মধ্যে গু’লি বিনিময়কালে এই হ’ত্যার ঘটনা ঘটে বলে একাধিক সূত্র জানায়। এ হ’ত্যা দুটির ঘটনায় চাঁদপুর কিংবা মুন্সীগঞ্জ থানায় আজও মা’মলা হয়নি। সীমানা জটিলতার কারণে মা’মলা বিলম্ব হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here