প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার অনুরোধ জানিয়ে আবেদন করেছেন সভাপতি প্রার্থী কাওসারুল আবেদীন লিটন। রবিবার তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সভাপতি প্রার্থী কাওসারুল আবেদীন লিটন আবেদনে লিখেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন উপজেলা সমবায় কমকর্তা মহোদয়ের তত্বাবধানে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সমিতি’র প্রায় ৬০০ সদস্য ভোটার রয়েছে। ভোটারদের অভিপ্রায় হলো ভোট কেন্দ্রে যাতে কোনরুপ জোর জবরদস্তি না হয় এবং নিরাপদ পরিবেশ বজায় থাকে তাহা নিশ্চিত করাসহ যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
কাওসারুল আবেদীন লিটন আবেদনে উল্লেখ করের, নির্বাচনে একজন সভাপতি পদপ্রার্থী। সমিতির সকল সম্মানীত সকল সদস্য ও ভোটারদের সাথে আমি ও অন্যান্য প্রার্থী সকলেই একমত, যাতে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিঘ্ন ভোট গ্রহণের অনুকূল থাকে এবং কেউ যেন আইন অমান্য করে ভয়-ভীতি প্রদর্শন করতে না পারে কিংবা জোর করে ভোট দিতে বা প্রতিদন্দ্বী প্রার্থীর ভোটাদেরকে ভোট দেয়া থেকে বিরত করতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিবাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ফোর্স/যৌথ বাহিনী মোতায়েন করা সমীচীন বলে প্রতীয়মান হয়।
আসন্ন ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনের দিন নিবিঘ্ন ও নিরাপদ ভোট প্রদানের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোরূপ অবনতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যকর ভূমিকা রাখবে।