প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুটি পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবা টেবলেট ও ৩৫০ গ্রামসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আসামীদ্বয়ের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৮), মোঃ মহসিন (২৯)কে ২৯ পিস ইয়বা টেবলেটসহ এবং নয়ন মনি (৩০), ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক মোজাম্মেল হক প্রকাশ মোজা মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দ্রি গ্রামের মৃত- ইছাক প্রধান এর ছেলে, আটক মোঃ মহসিন (২৯) একই গ্রামের আবুল হোসেন প্রধান এর ছেলে অপর আটক মাদক ব্যবসায়ী নয়ন মনি (৩০), বড় দূর্গাপুর, ঋষি বাড়ী এলাকার মৃত কালিচরণ এর ছেলে।
মতলব উত্তর থানা সূত্রে জানাযায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় মতলভ উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)খুরশীদ আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫ জানুয়ারি ১৭.১০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ০৪নং সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আসামীদ্বয়ের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাজাম্মেল হক প্রকাশ মোজা (৩৮), মোঃ মহসিন (২৯)কে ২৯ পিস ইয়বা টেবলেটসহ অপর মাদক ব্যবসায়ী নয়নকে বড় দূর্গাপুর সাকিনস্থ শ্রীরায়েরচর টু মতলব বেড়ীবাঁধের ঋষি বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।