মতলব উত্তরে পূর্ব হানির পাড়ে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0
মতলব উত্তরে পূর্ব হানির পাড়ে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানির পাড়ে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(২৪জানুয়ারি-২০২৫) রাত সাড়ে ৮টায় কলাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মোল্লা। কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর। টুর্নামেন্টের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ দিদার।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু,ব্যবসায়ী আশ্রাফ দেওয়ান, কলাকান্দা ইইনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কান্দাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক তাঁতি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আল আমিন,ইউপি সদস্য শামসুদ্দিন ছৈয়াল,স্বেচ্ছাসেবক দল নেতা কাইয়ুম মাল, যুবনেতা করিম ছৈয়াল ও আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা জসিম বেপারী, রইস উদ্দিন শুভ, নাহিদ হোসেন প্রমূখ।

উদ্বোধন খেলায়  আদুর ভিটি আদর্শ ক্লাব কে পরাজিত করে ঘনিয়ার পাড় ক্রিকেট একাদশ।  মোট ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here