প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মোহনা নার্সারীর পরিচালক আবদুল লতিফ মিয়াজীর উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে ওটারচর মোহনা নার্সারী থেকে ওটারচর উবি, ওটারচর সপ্রাবি এবং ওটারচর মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে।
ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো:সেলিম খান,মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত)ডা. মো: হাসিবুল ইসলাম, ওটারচর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ওটারচর সপ্রাবি প্রধান শিক্ষক কবি আশিকুজ্জামান প্রমুখ।