মতলব উত্তরে শিক্ষক মোস্তফা কামালের তান্ডব,ছাত্রদের নিয়ে অন্যের ভিটে বাড়িতে হামলা,ভাংচুর

0
মতলব উত্তরে শিক্ষক মোস্তফা কামালের তান্ডব,ছাত্রদের নিয়ে অন্যের ভিটে বাড়িতে হামলা,ভাংচুর

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহাবাজ  কান্দি গ্রামের সাংবাদিক আতিকুর রহমান দুলাল গংদের ভিটে বাড়িতে হামলা, ভাংচুর ও চার পাশের আইল কেটে দিয়েছে একই বাড়ির জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল তার বড় ভাই  আইয়ূব মোশারফ ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৫/৬ ছাত্র এবং বহিরাগত ভাড়াটিয়া লোক।

এ বিষয়ে সাংবাদিক আতিকুর রহমান দুলাল তার প্রতিপক্ক জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক মোস্তফা কামাল, তার বড় ভাই আইয়ূব মোশারফ, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৫ জন ছাত্রের বিরুদ্ধে  মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের  বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  স্থানীয় সূত্রে জানা গেছে,শাহাবাজ কান্দি গ্রামের  সাংবাদিক আতিকুর রহমান দুলাল গংদের বসত বাড়ির লাগোয়া তাঁদের পৈতৃক ডোবার চারপাশে  ভরাট করে আইল তৈয়ার করে।

এতে বিভিন্ন জাতের গাছ লাগান। ওই জায়গা  প্রতিপক্ষ মোস্তফা কামাল ও তার নিজের বলে দাবি করেন। এ ব্যাপারে ফতেপুর  ইউনিয়ন পরিষদে অভিযোগ হলে  উভয় পক্ষকে  ডেকে একটি শালিশ বৈঠক বসেন। উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে সাংবাদিক  দুলাল গংদের পক্ষে রায় ঘোষণা করেন।  এ ব্যাপারে প্রতিপক্ষের চাঁদপুর আদালতে  মামলা থাকায় তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আদালত মতলবউত্তর  সহকারী কমিশনার (ভুমি) হিল্লোল চাকমাকে তদন্তভার ন্যস্ত করেন।

ফলে সহকারী কমিশনার (ভুমি) হিল্লোল চাকমা সরেজমিন তদন্ত পূর্বক একটি প্রতিবেদন চাঁদপুর আদালতে প্রেরন করেন। পরে চাঁদপুর আদালত  আইয়ূব মোশারফ এর মামলা খারিজ করে দেন বলে জানান সাংবাদিক আতিকুর রহমান  দুলাল। এর পর ও থেমে নেই শিক্ষক মোস্তফা কামালের ষড়যন্ত্র । স্থানীয়রা বলেছে শিক্ষক মোস্তফা কামালের খুঁটির জোর কোথায়? এদিকে ওই জায়গা দখলে নেওয়ার জন্য  মোস্তফা কামাল এখনও থেমে নেই।

তাঁরা সাংবাদিক  দুলাল গংদের হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । গত ১৫  জানুয়ারি  বুধবার  সকাল ১০ টায় শিক্ষক মোস্তফা কামালের নির্দেশে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৫/৬ জন দশম শ্রেণির ছাত্র রড,দা, সেনী ও লাঠি  নিয়ে সাংবাদিক আতিকুর রহমান দুলালের দখলী ভূমিতে তান্ডব  চালায়। বিভিন্ন জাতের  গাছ কেটে ফেলে । ওই সময় দুলাল গংরা ঘটনাস্থলে ছিলোনা। থাকলে বড় ধরনের  ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে এলাকাবাসী জানান।জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহনের কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমার স্কুল থেকে ৫/৬ জন ছাত্র মোস্তফা কামাল ফোন করে নিয়েছে বলে জানান।

এদিকে অভিযুক্ত  শিক্ষক মোস্তফা কামালের সাথে মুঠো ফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষেপেযান। বলেন,সাংবাদিকরা লিখে আমার কি করবে, যা মন চায় তা লিখুক। এ বিষয়টি স্থায়ী সমাধান না হলে যে কোন মূহুর্তে উভয় পক্ষের মাঝে বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী জানান ।  তারা সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা  করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here