মতলবের হাশিমপুর দরবার শরীফের ৪৮তম ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন

0
মতলবের হাশিমপুর দরবার শরীফের ৪৮তম ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হাশিমপুর দরবার শরীফের ৪৮তম বার্ষিক ইসালে সাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ জানুয়ারি-২০২৫) সারারাত ব্যাপী উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে হাশিমপুর দরবার শরীফে পীর সাহেব ক্বিবলা আলহাজ্ব আল্লামা শায়খ একিউএম আব্দুল মাজীদ (রাঃ) এর বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ফরাজীকান্দি নেদায়ে ইসলাম উয়েসীয়া দরবার শরীফের চেয়ারম্যান সাজ্জাদানশীল পীর ক্বেবলা আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহামাদী উয়েসী রিফা’য়ী।

মাহফিলে সভাপতিত্ব করেন হাশিমপুর দরবার শরীফ সাজ্জাদানশীল পীর সাহেব আলহাজ্ব আল্লামা শায়খ আশফাক আহমেদ আল আহমাদী উয়েসী রিফায়ী। আরও ওয়াজ করেন, ড. মুফতী মাওলানা মোঃ কাফীলুদ্দিন সালেহী, শায়খ ড. সৈয়দ হাছান আল আজহারী চট্টগ্রাম, মুফতী মোঃ এহসানুল হক জিহাদী, মুফতী মাওলানা মোঃ ফখরুদ্দিন চাঁদপুরী সহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন।

শেষ রাতে আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহামাদী উয়েসী রিফা’য়ী। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here