প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব এই প্রথম, রোগ নিরাময় হোমিওপ্যাথি আধুনিক ও উন্নত সেবা দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাষকৃত ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হোমিওপ্যাথিতে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত চিকিৎসকের মাধ্যমে নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। আপনি কেন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন ? হোমিওপ্যাথি স্বল্প ব্যয় ওর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা। সঠিক চিকিৎসায় রোগ প্রবণতা দূর হয় অরূপ সম্পূর্ণ নিরাময় হয়।
গর্ভবতী মা নবজাত ও শিশু চিকিৎসা আদর্শ। হোমিওপ্যাথি প্রায়ই অপারেশন থেকে মুক্তি দেয়, টিউমার, পলিপাস, পিত্ত পাথর, কিডনি পাথর, টনসিল প্রদাহ, পাইলস,ওভারিয়ন মিষ্ট ও জরায়ু টিউমার ইত্যাদি। সেবা সমূহ : এখানে ডাক্তার মোহাম্মদ আবুল হাসান এর তত্ত্বাবধানে জার্মানি ইন্ডিয়া ও সকল নতুন আবিষ্কৃত ঔষধের সাহায্যে টিউমার, আঁচিল, ক্যান্সার, নাকের পলিপ, হেপাটাইটিস, জন্ডি আলসার, আমাশয়, আইবিএস, হাঁপানি, পুরাতন কাশি, চর্ম ও যৌন রোগ, পিত্ত পাথর, কিডনি পাথর ব্যথা, প্যারালাইসিস, টনসিলাইটি, সাইনোসাইটিস, কোন্ডা এলার্জি, মাইগ্রেন, ফিস্টুলা, অনাল ফিশার, বন্ধ্যাত্ব, মহিলাদের বিভিন্ন রোগ (এভেরিয়ান সিষ্ট ইউটেরাইন) আঘাত জনিত সমস্যা, মানসিক রোগ, শিশুদের কাশি, নিউমোনিয়া, ডায়াবেটিস সহ সকল পুরাতন ও জটিল রোগ সুমহের যত্ন সহকারে চিকিৎসা করা হয়।
ডাক্তার:- মো:আবুল হোসেন বি,এইচ, এম, এস (ঢাকা বিশ্ববিদ্যালয়) এক্স হাউজ ফিজিশিয়ান সহকারী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ও হাসপাতাল। (গর্ভ রেজি নং এইচ ১৮২৮) নতুন বাজার চেম্বার : ইব্রাহিম হোমিও কেয়ার ইসলামিয়া মার্কেট বাজার পশ্চিম গলি মতলব উত্তর চাঁদপুর। রোগী দেখার সময়:ইংরেজি মাসের ১ম ও ৩য় শনিবার সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত। মোবাইল :০১৯৯১৩১৯৪৯৫