মতলব দক্ষিণে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

0
মতলব দক্ষিণে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে। বারাবরের মতো এবারেও  মতলবের মজুমদার ফাউন্ডেশন ২২টি হাই স্কুল, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন।

এছাড়াও কোরআন প্রতিযোগীদের  নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার (৪জানুয়ারী) সকালে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কা.উ. ডিগ্রী মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেস মজুমদার।

বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার, নারায়রপুর ডিগ্রী কলেজের প্রভাষক আরিফ বিল্লাহ, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এএসএম ইউসুফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here