২০২৫ উপলক্ষে মতলব উত্তরে ছেংগারচর পৌরবাসীকে উজ্জ্বল ফরাজী’র শুভেচ্ছা

0
২০২৫ উপলক্ষে মতলব উত্তরে ছেংগারচর পৌরবাসীকে উজ্জ্বল ফরাজী’র শুভেচ্ছা

প্রেসনিউজ২৪ডটকমঃ খ্রিস্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌরযুবদলের আহবায়ক মোঃ উজ্জ্বল ফরাজী।

বুধবার (১ জানুয়ারি) খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রেসনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ আমরা ছেংগারচর পৌরবাসী।

ছেংগারচর পৌরযুবদলের আহবায়ক মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ও লাখো শহিদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ ছেংগারচর পৌরবাসীর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here