মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ জাগ উচ্ছেদ 

0
মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ জাগ উচ্ছেদ 

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : সম্প্রতি সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ জাগ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ধনাগোদা নদীর কালীপুর অঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নদীর অবৈধ ৫টি জাগ ও ২টি  মশারী জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মেঘনা ও ধনাগোদা নদীর চর কালীপুর অঞ্চলে অবৈধ জাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাল্কহেডের সহায়তায় ৫টি জাগ উচ্ছেদ ও অপসারণ করা হয় এবং ২টি মশারী জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহায়তা করেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক এবং জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আজকে মেঘনা-ধনাগোদা নদীর কালীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৫টি জাগ উচ্ছেদ ও অপসারণ করা হয় এবং ২টি মশারী জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, র্দীঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছের ঘের তৈরি করে মাছ নিধন করছে এমন অভিযোগ পেয়ে জেলেদের বেশ কয়েকবার সর্তক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে সরিয়ে নেয়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here