মতলব উত্তরে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
মতলব উত্তরে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে মসজিদের রাস্তা প্রশস্থকরণের স্বার্থে গাছ কর্তনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্ব হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটি ও গ্রামবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পূর্ব হানিরপাড় নয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন’সহ গ্রামের প্রায় শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সভাপতি আবু বকর জানান, গত ৬ই ডিসেম্বর পবিত্র জুম্মার দিনে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের চলাচলের রাস্তা প্রশস্থকরণের স্বার্থে ২টি গাছ কর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত গ্রহণকালে রেহান উদ্দিন, সাইফুদ্দীন, নাছির উদ্দিন ও হালিম গৃহিত সিদ্ধান্তে আপত্তি জানান। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উল্লেখিত রেহান উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম ৭ জনকে বিবাদী করে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেন এবং স্থানীয় কিছু পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। এরই প্রেক্ষিতে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে মামলা প্রত্যাহার ও সঠিক সংবাদ পরিবেশেনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here