চাঁদপুর -২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করলেন ড. আনিসুল আউয়াল

0
চাঁদপুর -২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করলেন ড. আনিসুল আউয়াল

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ডা. আনিসুল আউয়াল, পিএইচডি। গত ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার এনায়েতনগর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি নিজেকে ধানের শীষ প্রতীকের  সম্ভব প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

এসময় সাংবাদিকদের মধ্যে  ড.আনিসুল আউয়ালকে সাম্প্রতিক রাজনীতি, জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনে প্রার্থী হওয়ার কারণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, দৈনিক বিজনিস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি লিয়াকত হোসেন রাফেদ, এশিয়ান টিভি প্রতিনিধি সুমন আহম্মেদ।

এ সময় ড. আনিসুল আউয়াল তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে মতলবের মানুষের ভূমিকা,যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, রাজনৈতিক লবিং-গ্রুপিং থেকে আমাদর বেড়িয়ে আসতে হবে বলে জানান।তিনি আরো বলেন, আমরা সবাই জিয়ার সৈনিক, আমরা সাধারণ মানুষের কল্যানে কাজ করতে চাই। তাই আমাদের সকলকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক নেতাদের বিশাল বিশাল মোটর সাইকেল মহড়া, জনসভার নামে ভাড়াকরে মানুষ এনে জমায়েত করে নিজেকে গুরুত্বপূর্ন নেতা হিসেবে জাহির করা, নিজের পক্ষে পেশিশক্তি দেখিয়ে প্রভাব বিস্তার করার এসব অপচেষ্টার মতো বাজে অভ্যাস থেকে বেড়িয়ে আসতে হবে।বিএনপি সাধারণ মানুষের দল তাই আমাদেরকে সাধারণ মানুষের সুখ দুখে তাদের পাশে থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here