প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব প্রতিনিধি চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে যুবকদের উদ্যোগে ১৩ ডিসেম্বর শুক্রবার সাদুল্যাপুর কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসা মাঠে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাদ আসর হইতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিল চলে।
ঢাকা সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এবিএম শহিদুল আলমের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন হোসাইন পাটোয়ারী। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন ঢাকা আশুলিয়ার বায়তুল মামুর মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজ রহমানি।
মাওলানা আবুল কাসেম ও মাওলানা মোঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন হযরত মাওলানা মুফতি আবু রাফে সিদ্দিকী, আলহাজ্ব হযরত মাওলানা এ.বি.এম ইউনুছ, আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান সরকার প্রমুখ।
প্রধান বক্তা মোস্তাফিজ রহমানী বলেন, ইমানকে তাজা রাখতে হলে প্রতিদিনই পবিত্র কোরআন অর্থসহ পড়তে হবে। তাতে আল্লাহর আদেশ নিষেধের কথাগুলো প্রতিদিন বান্দার মনে থাকবে এবং ব্যক্তিগত জীবনে বান্দা গোনাহমুক্ত থাকার জন্য সতর্ক হয়ে চলবে।