প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে তাছলিমা (৩০) নামে এক গৃহ বধুর মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান -৩ ,জানান ৭ ডিসেম্বর দুপুরে নতুন মোহনপুর গ্রামের রাকিবুল হোসেন সুজনের স্ত্রী তাছলিমা বেগম (৩০) তার নিজ বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলো।
এসময় হঠাৎ সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ দূর্ঘটনা ঘটলে তাছলিমা বেগম মারাত্মক আহত হয়।পরে স্থানীয়রা আহত তাছলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার স্বামী ও আহত হয়েছেন বলে জানান।
বর্তমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা মতলব তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায় হচ্ছে।কেন এ সব ঘটনা ঘটেছে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে এলাকাবাসী মনে করে।