মতলব উত্তরে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে মানববন্ধন

0
মতলব উত্তরে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) সংবাদ দাতা: চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে আওয়ামীলীগের দোসর দেলোয়ার হোসেন ভূইয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাকান্দার কাউসারুল আবেদীন লিটনের সভাপতিত্বে ১ ডিসেম্বর রবিবার বিকেলে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের করা হয়। জানা যায়, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দৈনিক আদি বাংলা, প্রভাতী কাগজ ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকায় – মতলব উত্তরের কলাকান্দা গ্রামে অবৈধভাবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কর্তন করা হয়েছে ” বলে একটি সংবাদ প্রকাশিত হয়।

উত্তর কলাকান্দা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ২৭ নভেম্বর বুধবার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় গাছ কাটা নিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের দোসর দেলোয়ার হোসেন ভূইয়ার বিরুদ্ধে শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোহন প্রধান, সোহেল সরকার,নুরুল হক পাটোয়ারী, সোহরাব বেপারী ও হারুন ভূইয়া প্রমুখ। মানববন্ধনে এলাকাবাসী মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে দেলোয়ার হোসেন ভূইয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here