প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : বিশিষ্ঠ শিল্পপতি,শিক্ষানুরাগী,মুন্সি আজিম উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব এবি মইন উদ্দিন হোসেন বলেছেন,সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সে জন্য সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি বলেন, সুশিক্ষায় মানুষ কে অনেক উপরে নিয়ে যায়। ২৪ নভেম্বর সোমবার মতলব উত্তরের মুন্সি আজিম উদ্দিন কলেজে নবীন বরন ও দুই যুগ পূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন।
সহকারী অধ্যক্ষ নাহিদ সুতানা ও প্রভাষক আল আমিন মিয়াজির সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নার্গিস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,কৃতি শিক্ষার্থী ৪৩ তম বিসিএস সুনিয়া আক্তার, ডাঃ নাজমুল হাসান প্রমূখ।