প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : মতলব উত্তরের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২৪ নভেম্বর রোববার অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি কর্নেল (অবঃ) মোঃ মতিউর রহমান ঝন্টু বলেছেন,শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
কলেজের সহকারী অধ্যাপক জহিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এপেক্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কিবরিয়া,দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম, বিদ্যুৎসাহী সদস্য,মোঃ আখতারুজ্জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল( অবঃ) মতিউর রহমান খান ঝন্টু আরোও বলেন, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না।
চাঁদাবাজি চলবে না। সে দরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ। আমরা চাই প্রতিটি ছাত্র-ছাত্রী শতভাগ পাশ করবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে । তিনি বলেন, এ জন্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।