প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে ডাকাত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ আগষ্ট ২০২৪ (বুধবার) রাত ৩টায় ডাকাত সন্দেহে যাত্রীবাহী একটি গাড়ি জনতা আটক করে। গাড়িতে থাকা ৯জন ব্যাক্তি বিভিন্ন উপজেলার ডাকাতি হয়ে বিদায় তাদেরকে জনতা সন্দেহ করে।
এসময় টহলরত পুলিশ সেনাবাহিনী এঘটনা দেখে গাড়িসহ ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।আটককৃতদের ৫৪ ধারায় কোর্টে চালান দেওয়া হয়। আটককৃতরা হলো চাঁদপুর সদর থানার আশিকাটি গ্রামের মোঃ এয়াকুব আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২২), মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামের মাজহার খানের ছেলে ফাহিম (২০), চাঁদপুর সদরের দনপরদী গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার লাহাপাড়া গ্রামের আমিনউদ্দিনের ছেলে আশিক (২৪), মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি গ্রামের কামালের ছেলে জামাল প্রধান।
মতলব উত্তর উপজেলার মোস্তাকপুর গ্রামের বাবুল মুন্সীর ছেলে সাইফুদ্দিন, দাউদ কান্দি উপজেলার, বিন্ডিশর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস, দাউদ কান্দি উপজেলার মাইথার দিয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সোহাগ, চাঁদপুর সদর উপজেলার দাডদী গ্রামের বাবুল মিয়ার ছেলে আলামিন।