প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব সংবদদাতা:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ পাঠান বাড়ির মোঃ আলাউদ্দিন (৪০) পিতা মৃ°ত আয়েত আলী পাঠান। স্ত্রী রুজিনা বেগম দুই সন্তানের লালন পালনের জন্য তিনি নিজে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন।
অন্যদিকে স্বামী আলাউদ্দিন কে তার গ্রামের বাড়ি মতলব উত্তরে স্বামীর বড় ভাই শাহীন এর স্ত্রীর কাছে রেখে আসেন। হঠাৎ করে প্রতিবেশী লোকদের মাধ্যমে জানতে পারেন বড় ভাইয়ের স্ত্রী আয়েশা তার স্বামী আলাউদ্দিনকে ঘরের ভিতর বন্দী করে বাহিরে তালা ঝু°লি°য়ে, বারান্দার দরজা খোলা রেখে তার বাপের বাড়িতে চলে যান।
অসুস্থ আলাউদ্দিন ম° রণব্যা°ধি ক্যান্সারে আ°ক্রা°ন্ত ও পাইলসের সমস্যা ডায়াবেটিস এর কারণে একটি পা প্রায় প°ঙ্গু°র পথে। তিনি একাধারে চার দিন ঘরের ভিতর না খেয়ে মৃ° ত্যুর সন্নিকটে যখন কাতরাচ্ছেন, প্রতিবেশী বাপ্পী অসুস্থ আলাউদ্দিনের অবস্থার অবনতি দেখতে পেয়ে এলাকার লোকজন ও গণমাধ্যম কর্মীদের খবর দেন। গণমাধ্যম কর্মীরা যখন অনলাইন মিডিয়ার মাধ্যমে লাইভ সম্প্রচার করেন।
তখন বিষয়টি সারা দেশে দৃষ্টিগোচর হয়, এবং কিছু অনুদান বিকাশের মাধ্যমে আসতে থাকে। অনলাইন মিডিয়াতে লাইভ চলাকালীন সময় প্রতিবেশী মোশারফ পাঠান বলেন – চিকিৎসার অভাবে আলাউদ্দিন পাঠাম মৃ ত্যুর শয্যায় কাতরাচ্ছেন তিনি দাবি করেন। মানবিক সংগঠন অথবা সরকারি কোন সংস্থা যেন এগিয়ে আসে আলাউদ্দিনের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১৫০০০ টাকা খরচ লাগবে এবং তিনি আরো বলেন চিকিৎসার খরচ দিতে পারলে হয়তোবা বেঁ°চে যেতে পারে তার প্রা•ণ।
বাড়ির অন্য প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ মুরব্বি ইসমাইল পাঠান বলেন- অনেক মানবিক সংগঠন রয়েছে তারা যদি এগিয়ে আসে হয়তোবা আলাউদ্দিনের জীবনে সুস্থতা ফিরে পাবে। আলাউদ্দিন এর প্রা°ণ বাঁচাতে যোগাযোগ ও সহযোগিতা করুন: প্রতিবেশী বাপ্পী –