ফুলবাড়ীতে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত

0
ফুলবাড়ীতে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় গরমের তীব্রতা কমে তাপমাত্রা দিনে কমে পাঁচ থেকে ছয় ডিগ্রি নেমে এসেছে, রাতে তাপমাত্রা  আরো কমে যায় ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত। ফলে মাঝরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। শনিবার উপজেলায় গরমের তীব্রতা কমাসহ সারাদিন আকাশ মেঘলা ও মৃদু বাতাস লক্ষ্য করা যায় ।

আবহাওয়া পূর্বাভাসে উপজেলার তাপমাত্রা ৪ মে থেকে কমার কথা বলা হলে তা আজ থেকে লক্ষ্য করা যায়। বাতাসের আদ্রতা ছিল ৬৫ শতাংশ। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শনিবার সারাদিন আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরিতে ছিলনা রোদের তীব্রতা। বেশিরভাগ সময় সূর্য মেঘে ঢাকা ছিল। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকজনকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

গত দু’দিনে সন্ধ্যা ও রাতে বৃষ্টির সম্ভবনা দেখা দিলেও দুই/এক ফোঁটা বৃষ্টি পড়লেও পরে আর বৃষ্টির দেখা মেলেনি। তবে আগামী কয়েক দিনের মধ্যে ফুলবাড়ীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here