প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবদদাতা: দিনাজপুরের ফুলবাড়িতে বোরো মৌসুমে ঘন ঘন লোডশেডিং এর কারণে জমিতে সেচ দিতে পারছে না স্থানীয় কৃষকরা। উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়ন এর কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানায়, একেতো তীব্র তাপদহ, তার সঙ্গে ঘন ঘন লোডশেডিং এ হুমকির মুখে পড়েছে তাদের ফসলি জমি।
তারা বলে যে সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টাও বিদ্যুৎ থাকেনা।”আবাদের এ সময় পানি না পেলে ফলন কম হওয়ার আশঙ্কা” জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলেন ,এখন কোন কোন ধানে শীষ বেরোচ্ছে তাই আগামী আট দশ দিন পানি না পেলে ধান শুকিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হবে।
এদিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার জনাব বিপুল কৃষ্ণ মন্ডলের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি জানান, এলাকার মানুষের যেন ফসলের কোন ক্ষতি না হয় এ কারণে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি যেন আগামী ১৫ই মে পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু থাকে।সেচ সুবিধা না পেয়ে বোরোর এই মৌসুমে এখন বৃষ্টির জন্য দিন গুনছে স্থানীয় কৃষকরা।