প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণগঞ্জ সদরে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে রাজস্ব বাজেটের আওতায় মাংস প্রক্রিয়াকারীগণের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মাংস প্রক্রিয়াকারীগণ ও ইমামগণের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জেলা কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, সদর উপজেলার ভেটেরিনারী হাসপাতালেরব ভেটেরিনারী সার্জন ডা.আল মাহমুদ হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী ও সদর উপজেলা উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা সমীর চন্দ্র সাহা প্রমূখ।