মতলব উত্তরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালিত

0
মতলব উত্তরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগা¤¢ীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত পালিত হয়েছে।রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লা৬ে আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।এশার নামাজের পর থেকে ইবাদত বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃৃতি নফল ইবাদতের মধ্যে উপজেলার উত্তর থানা মসজিদ, ছেংগারচর বাজার ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, দর্জিবাজার জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত ভাগ্যরজনী পালন করছেন। বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও মসজিদে মসজিদে ইবাদতে বন্দেগীতে মশগুল ছিলেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদসহ বিভিন্ন স্থানে এশার নামাজের আগ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লিদের উপস্থিতিও বাড়তে থাকে। পবিত্র এই রজনীতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা এবাদত বন্দেগিতে মশগুল থাকেন। নফল এবাদতের মাধ্যমে রাত পার করেন মুসল্লিরা। নামাজ শেষে আখেরি মোনাজাতে উপজেলার গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

প্রতিটি এলাকার মসজিদে এশার নামাজের পর থেকে বিশিষ্ট ওলামায়েকরাম বয়ান করছেন। বয়ানে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।মতলব উত্তর থানা পসজিদের পেশ ইমাম মাওলানা নেওয়াজ শরীফ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি সবাইকে হালালভাবে উপার্জন ও জীবন-জীবিকার মাধ্যমে পবিত্র রমজানের প্রস্তÍুত নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও পরিবার-পরিজনের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

সব ধরনের বালা মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের হেফাজত কামনা করে মোনাজাত শেষ করেন। এখানে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করেন থানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও থানার ওসি মুহাম্মদ শহীদ হোসেন, ওসি তদন্ত মোঃ ছানোয়ার হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরীফ উল্লাহ দর্জি, বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রধান বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। অপরদিকে ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এশার নামাজের পর থেকে পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী।

বয়ান করছেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী। এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতাওসাবেক পৌর কাউন্সিলল মোঃ খোকন প্রধান, মসজিদ কমিটির মোঃ নাজমুল খান, কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিনসহ মসজিদ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ  বাজারের মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here