ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের ব্যানারে “শ্রোদ্ধা”লেখা বানান ভূল

0
ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের ব্যানারে “শ্রোদ্ধা”লেখা বানান ভূল

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেখা ব্যানারে শ্রদ্ধা নিবেদনের শ্রদ্ধা বানান ই ভূল লিখেছেন। ভোলার শিক্ষা ব্যবস্থার এমনিতেই বেহাল দশা।

তার উপর চরফ্যাশনের শিক্ষা ব্যবস্থার চরম বেহাল দশাফুটে উঠেছে উপজেলা প্রশাসনের বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া শহিদদের স্মরণে করা ব্যানারে শ্রদ্ধা বানানে চোখে পড়ার মতো ভুল লেখায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চরফ্যাশনের তথা ভোলার শিক্ষক সমাজ ও অভিভাবক বৃন্দ। ব্যানারটিতে দেখা যায় ভাষা শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নওরিন হকের পেছনে যে ব্যানারটি রয়েছে তাতে শহিদদের প্রতি “শ্রোদ্ধা” নিবেদন লেখার শ্রদ্ধা বানানটিতেই ভুল লেখা হয়েছে।

এতে করে প্রশ্ন উঠেছে উপজেলা প্রশাসনের ব্যানারেই যদি এমন ভুল লেখা হয় তাহলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যদের ব্যানারে কত ভুলের ছড়াছড়ি হতে পারে। এ ঘটনায় জেলা প্রশাসন দ্রুত নজর দিবেন বলে আশা প্রকাশ করেছেন ভোলার শিক্ষক ও ছাত্র ,অভিভাবক ও সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here