দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবি কর্তৃক প্রায় ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

0
দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবি কর্তৃক প্রায় ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২০ফেব্রæয়ারী) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ২০২২ইং সনের ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কতৃক গত ১১ মে থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত ওইসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এর সার্বিক ব্যবস্থাপনায় মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর পিএসসি, জি, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল-ইসলাম, পিএসসি,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মিডিয়া ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here