মতলব উত্তরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
মতলব উত্তর ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এীতহ্যবাহী ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পরে বাৎসরিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, ৬নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর সার্জেন্ট (অবঃ) মোঃ আমান উল্লাহ সরকার, সহকারী প্রধান শিক্ষক আঃ হান্নান মিয়া, সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া,দূর্গাপুর ইউপি সদস্য মানিক মিয়া, শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, মোবারক হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া তার বক্তব্য বলেন, আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদানসহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের ধন্যবাদ। তিনি আরও বলেন,তোমরা বিদ্যালয়ের মধ্যে দিয়ে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করে কলেজ জীবনে শিক্ষার মনোনিবেশ আরো বিকশিত করে ভালো ফলাফলে উন্নত শিক্ষালাভ করে উচ্চপদস্থকর্মকর্তা হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।

তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ ও দোয়ার মাহফিলে বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের উজ্জল ভবিস্যৎ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের হেড মাওলানা মোঃ শওকত আলী। উল্লেখ্য আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চলতি ২০২৪ ইংসালের এসএসসি পরীক্ষায় ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here