প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামের পাশে ৬ বছর পর আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের খানপুর এলাকার গুদামটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, আমাদের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগা পাইপগুলো রাবারজাতীয় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ২০১৮ সালের ২৩ নভেম্বরে এখানেই আগুন লেগেছিল। সেসময় পুড়ে যাওয়া পাইপগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছিলো। সেই স্তূপেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাইপগুলো প্লাস্টিক হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এর আগে দুপুর ১টায় স্তূপ করে রাখা পাইপে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ৫৪ জন সদস্য চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।