প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিখোঁজের দুই দিন পর সুখী আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুখী আক্তার একই এলাকার হাসান সর্দারের স্ত্রী ও উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড়ে তার লাশটি পাওয়া যায়।
নিহতের বাবা বাবুল ফকির কেঁদে কেঁদে বলেন, আমার আদরের মেয়েটাকে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম খান বলেন, নিহত সুখী আক্তারের লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।