গৌরীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

0
গৌরীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ মো:মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী বিজ্ঞানমেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনি দিনে বুধবার (৩১ জানুয়ারি/২৪) বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক প্রমুখ।

বিজয়ীরা হলেন স্কুল পর্যায়ে কুইজে মো. রাইসুল হাসান, আজমেরী সুলতানা সায়মা, ইয়াসিন আরাফাত আপন, মুহাম্মদ শাদমান করিম, অরিজৎ সেন, সাবিক আল হাসান সানি, মো. অলি উল্লাহ, মোছা. মোবাশি^রা জান্নাত, মোছা. তাসনোবা জাহান, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, জয়ন্ত সরকার, তাশদিয়া হাক্কাত তাইয়্যিবা, আতকিয়া আক্তার মিম, ইরফাত জাহান ইমা, স্কুল অলিম্পিয়াড জুনিয়রে মো. রাইসুল হাসান, ইসরাত জাহান পুষ্পিতা, আজেমেরী সুলতানা, অংকিতা ঘোষ চৈতী, মুন সাহ নিশিতা, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, রুদ্র পাল, মরিয়ম আক্তার মিম, তাসদিয়া হাক্কাত তাইয়্যিবা।

প্রকল্প বাস্তবায়নে প্রথম গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় গৌরীপুর সরকারি কলেজ, তৃতীয় গৌরীপুর মহিলা কলেজ, জুনিয়রে ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ৩য় যৌথভাবে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here