পরিবার পরিকল্পনা ময়মনসিংহের আয়োজনে সুস্থ ও দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ

0
পরিবার পরিকল্পনা ময়মনসিংহের আয়োজনে সুস্থ ও দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি: পরিবার পরিকল্পনা ময়মনসিংহের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হলো, ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় পালা গানের মধ্য দিয়ে কিশোর-কিশোরীর বয়ঃসন্ধিকাল, তাদের মন ও স্বাস্থ্যের যত্ন, পরিণত বয়সে দাম্পত্য শুরুর উৎসাহ প্রদান, পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ এবং সুস্থ ও দক্ষ মানব সম্পদ গড়ার জন্য একটি Content Validation Meeting.

উক্ত সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহের পরিবার পরিকল্পনার উপপরিচালক জনাব কাজী মাহফুজুল করিম। সভায় কদ্দুস বয়াতির গানে প্রদর্শিত স্লাইডের উপর আলোচনায় অংশ নেন, ময়মনসিংহের পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক জনাব মো. কামাল হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ডিসট্রিক্ট ফ্যামিলি প্লানিং ওয়ার্কিং গ্রুপের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসনাত, দৈনিক সবুজের বার্তা সম্পাদক জনাব মো. মঈন উদ্দিন রায়হান প্রমূখ।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিরাক-বাংলাদেশের উপপরিচালক জনাব মো. সেলিম মিয়ার সূচনা বক্তব্য ও পরিচিতি পর্ব শেষে সিরাক-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব নুসরাত শারমিন রেশমা পালাগান স্ক্রিনিং ও উপস্থাপনা প্রদান করেন। পুরো আলোচনা পর্বটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সিরাক-বাংলাদেশের তরুণ তুর্কী নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকত।

ডিসট্রিক্ট ফ্যামিলি প্লানিং ওয়ার্কিং গ্রুপের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসনাত বলেন, এধরণের বার্তা পরিবারের প্রতিটা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের জানা দরকার। প্রতিটা পাড়া-মহল্লায়  প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে বা সরকারি বেসরকারি যেকোনো উপায়ে সকলের নিকট আজকের আলোচনার বার্তাটুকু পৌঁছে দিতে পারলে তাদের শ্রম সার্থক হবে বলে  তিনি মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here