প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাকে আগামী দিন ৬ ও ৭ তারিখ শনি ও ররিবার হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একটি বেসরকারি ক্লিনিকে আশ্রয় নিলে বিএনপির নেতাকর্মীরা ক্লিনিক লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এতে ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। আজ শুক্রবার (৫ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ভোলা শহরের উকিলপাড়া নিজাম হাসিনা চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর ভোলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বের হয়ে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় সেখানে থাকা পুলিশ সদস্যরা বিএনপির মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করেন। এবং তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের বাংলাস্কুল মোড়ের দিকে এগিয়ে যায়। এর মধ্য থেকে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সেখানে থাকা ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞাসহ ব্যানার ছিনিয়ে নেওয়া পুলিশ সদস্যরা উকিলপাড়ায় অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিকের ভিতরে প্রবেশ করলে মিছিলকারীরা ক্লিনিক লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ আসলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য আলহাজ্ব ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহাসিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এঘটনায় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করেছেন। এবং আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে গেছেন।
পুলিশের হামলায় জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, সাবেক কাউন্সিলর বেল্লাল সহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেছে। পুলিশ তাদের উপর হামলা করেনি। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। তাদের ইটের আঘাতে তারা আহত হয়েছে। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।