গৌরীপুরে এল জি ই ডি এর উদ্যোগে আয়বর্ধক কর্মকান্ড মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
গৌরীপুরে এল জি ই ডি এর উদ্যোগে আয়বর্ধক কর্মকান্ড মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : গৌরীপুরে এল জি ই ডি এর উদ্যোগে আয়বর্ধক কর্মকান্ড মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় গৌরীপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এ। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠান তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয। সর্বমোট ১০০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৪ জন ট্রেইনার বিভিন্ন প্রকার দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ কারীদের ২০০ টাকা প্রদান করা হয় এবং সকাল ও দুপুরের খাবার বিতরণ করা হয় করা হয়।

লোকাল গর্ভনমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলিকে স্থানীয় পর্যায়ের অবকাঠামো পরিকল্পনা, বাস্তবায়ন ও পরীবিক্ষণে এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট অবকাঠামো যেমন উপজেডিয়ার উদ্যোগে লা রাস্তা, গ্রোথ সেন্টার, গ্রামীণ বাজার, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমপ্লেক্স পরিকল্পনা, বাস্তবায়ন ও পরীবিক্ষণে প্রযুক্তিক সহায়তা প্রদান করে। গ্রামীণ অবকাঠামো যেমন রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ উন্নয়নে ভূমিকা পালন করে।

এলজিইডি পল্লী এলাকায় অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসকরণে সরকার কর্তৃক গৃহীত পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, উৎপাদনমূলক কাজ ও গ্রামীণ অবকাঠামো সৃষ্টি এবং যোগাযোগ, বিপণন ও কৃষি উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য স্থির করে। ঢাকার আগারগাঁও-এ অবস্থিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী অধিদপ্তর। ষাটের দশকের প্রথম দিকে পল্লী উন্নয়ন ধারণাটির প্রথম উদ্ভব ঘটে এবং ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও কেন্দ্রীয় সমবায়সমিতির মাধ্যমে পল্লী পূর্ত, থানা সেচ ও দ্বি-স্তর সমবায় কর্মসূচি হাতে নেওয়া হয়।

থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি সেল গঠনের মাধ্যমে পল্লী অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল প্রকার অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিকল্পনা, বাস্তবায়ন ও পরীবিক্ষণের জন্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। ১৯৮২ সালে উন্নয়ন বাজেটের আওতায় প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয় পর্যায়ের অবকাঠামো পরিকল্পনা, বাস্তবায়ন এবং দেশব্যাপী পরীবিক্ষণের জন্য ওয়ার্কস প্রোগ্রাম উইং গঠন করা হয়।

এই উইং ১৯৮৪ সালে রাজস্ব বাজেটের আওতায় একটি স্থায়ী কার্যনির্বাহী এজেন্সি হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোতে রূপান্তরিত হয়। প্রকৌশল উপদেষ্টা হন ব্যুরোর প্রধান নির্বাহী। দেশের সকল জেলা ও উপজেলায় ব্যুরোর অফিস প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালের আগস্টে স্থানীয় সরকার ব্যুরো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে উন্নীত হয় এবং প্রধান প্রকৌশলী হন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান। প্রয়াত প্রকৌশলি কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা।

তিনি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রকৌশল উপদেষ্টা এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ স্থানীয় সরকার প্রকৌশল ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে কাজ করে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রাথমিক বিদ্যালয় এবং এই সংক্রান্ত অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করে। এছাড়া এই বিভাগ অন্যান্য মন্ত্রণালয়কেও তাদের অনুরোধে বিষয়ভিত্তিক নির্দিষ্ট অবকাঠামোসমূহ বাস্তবায়নে সহযোগিতা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here