গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

0
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : গৌরীপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ইং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান সুমন চন্দ্র রায়, এছাড়াও পুষ্পামাল্য অর্পণ করেন ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, এছাড়াও পুষ্প মাল্য অর্পণ করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা সহ বিভিন্ন পেশার ও শ্রেণীর সর্বস্তরের জনগণ।

মহান বিজয় দিবসে গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার ও সাধারণ সম্পাদক উজ্জল চন্দের নেতৃত্বে এতে মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহন করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কবরাস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও উপজেলা পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, রহিমুদ্দিনসহ আরও অনেকেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here