ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড চকবাজার আওয়ামীলীগ দলীয় কর্যালয় উদ্বোধন

0
ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড চকবাজার আওয়ামীলীগ দলীয় কর্যালয় উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামাল হোসেন খান,মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্র্ড ছোট মরাধন চকবাজারে আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতশনিবার সন্ধ্যার সময় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্র্ড ছোট মরাধন চক বাজারে একার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য,স্বাীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী, চাঁদপুর -২ আসনের নৌকা প্রতীকেরপ্রার্থী,মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

এ দলীয় কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশআওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীরবিক্রম এরনির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে স্থায়ী কার্যালয় হলো ।উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্যমোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ‘ছেংগারচর পৌরসভা আওয়ামীলীগের ঘাটি। আশা করি, এ দলীয় কার্যালয়টি হয়াতে সংগঠনের কার্যক্রম আরওগতিশীল হবে।

’ এখান থেকে প্রতীক পাওয়ার পর আসন্ন জাতীয় নির্বাচন কার্যক্রমপরিচালিত হবে।মায়া চৌধুরী বলেন, মতলব উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের ঘাঁটি । নেতা কর্মীরাভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিবাড়াতে হবে। দিপুর শোককে ক্তিতে রুপান্তরিত করে সামনের জাতীয় নির্বাচনে শেখহাসিনাকে ৫ম বারের মতো প্রধান মন্ত্রী করতে হবে। তাহলেই দিপুর আত্মা শান্তিপাবে।তিনি আরও বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক।

প্রধানমন্ত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে। ত্যাগিকর্মীদের মূল্যায়ন করতে হবে। ভালো ,পরিচ্ছন, বিশ্বস্ত এবং ত্যাগি নেতাদের সমন্বয়েসেন্টার কমিটি গঠন করতে হবে। কোনো খারাপ,মাদক কারবারী দুষ্ট প্রকৃতির লোকযাতে এই কমিটিতে স্থান না পায় সেব্যাপারে সজাগ ও সর্তক থাকতে হবে।

ছেংগারচর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল বাশার সরদারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতেগিয়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসনের নৌকা প্রতীকেরপ্রার্থী মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীর বিক্রম এসব কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য প্রয়াত দিপু চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আশফাক হোসেনচৌধুরী মাহী।

ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা গাজী মুক্তার হোসেন,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছংগারচরপৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়াজী, আওয়ামীলীগ নেতা ফেরদাউস শ্রমিকলীগ নেতা কবির হোসেন,যুবলীগ নেতা হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here