গৌরীপুরে ৪র্থ কাব ক্যাম্পরী উদ্বোধন অনুষ্ঠিত

0
গৌরীপুরে ৪র্থ কাব ক্যাম্পরী উদ্বোধন অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : গৌরীপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে চারদিন ব্যাপী ৪র্থ কাব স্কাউটস ক্যাম্পরীর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) মোঃ রেজাউল করিম। সোমবার বিকালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পরীর উদ্বোধন করা হয়। ৪ থেকে ৮ ডিসেম্বর এ কাব ক্যাম্পরী অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। স্কাউটার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ক্যাম্পরী চীপ আঞ্জুমান আরা বেগম, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আমজাদ হোসেন, ক্যাম্পরী চীপ (প্রশাসন) এস এম এমরান সোহেল, এএলটি, ক্যাম্পরী চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী, এ.এল.টি, উপজেলা স্কাউটস সম্পাদক ও প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী দেওয়ান কামরুল হাসান কামাল, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা কাব লিডার ও প্রধান সমন্বয়কারী নয়ন কুমার দাস প্রমুখ।

ক্যাম্পরী চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী জানান- গৌরীপুর উপজেলা ৪র্থ কাব ক্যাম্পরী মেইন এ্যারিনা ‘পদ্মা সেতু’।সাব ক্যাম্প-১ ‘কর্ণফুলী টানেল’, সাব ক্যাম্প-২ ‘মেট্রোরেল’ নাম করণ করা হয়েছে। উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৪ জন কাব ও ৪৪ জন কাব শিক্ষক এ ক্যাম্পরীতে অংশ গ্রহণ করেছেন।

জানা যায়, কাব ক্যাম্পরীতে পরিচালনা পর্ষদের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন- উপজেলা স্কাউটস কমিটির সদস্য ও ক্যাম্পরী সহপ্রধান সমন্বয়কারী মুহাম্মদ মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক ইনচার্জ স্কাউটস লিডার মোঃ রইছ উদ্দিন, সহ-স্বেচ্ছাসেবক ইনচার্জ গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের কাব স্কাউটস ইউনিট লিডার আরিফ আহম্মেদ, সাব-ক্যাম্প-১ চীপ এ কে এম সাইফুল ইসলাম, উডব্যাজার, সাব-ক্যাম্প-২ চীপ মোহাম্মদ আলী সিদ্দিকী, উডব্যাজার, প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ মুরাদ হোসেন, উডব্যাজার, কোয়ার্টার মাস্টার জেনারেল মোঃ আনোয়ারুল ইসলাম, ডেপুটি কোয়ার্টার মাস্টার জেনারেল মোঃ মোজাম্মেল হোসেন,সচিবালয় ইনচার্জ মোঃ মাসুদ রানা,এএলটি।

Mahfujur

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here