বন্দরে বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান

0
বন্দরে বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধি:”নারী আমরা নারী আমরাই পারি” সব বাধা পেরিয়ে হাত দাও বাড়িয়ে,যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী উদ্যোক্তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ২৫ নভেম্বর শনিবার বিকেলে কুশিয়ারা
টেকনিক্যাল ইনস্টিটিউট অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় ও কুশিয়ারা টেকনিক্যালইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও চ্যানেল জিরো’র চেয়ারম্যান জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ সেন্টু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম. হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া. শ্রীনগর রওশনারা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আফজাল হোসেন. কুশিয়ারা টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালক রাজিয়া সুলতানা আর উপস্থিত ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার. সিনিয়র সহ-সভাপতি শাহনাজ আক্তার সাথী. বন্দর থানা কমিটির সভাপতি তাহিরা ইসলাম. সহ সভাপতি মুক্তা. সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার মুন্নি. গজারিয়া থানা কমিটির সভাপতি খাদিজা আক্তার. সাধারণ সম্পাদক রাসেল খান. নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সভাপতি তাবাসসুম. গাইবান্ধা।

জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন নিরব. সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জয়. নারায়ণগঞ্জ মহানগর কমিটির মহিলা ও নারী বিষয়ক সম্পাদক মনিরা চৌধুরী. নারায়ণগঞ্জ জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমি আক্তার. শ্রীমতি চঞ্চলা রানী সহ আরো অনেকে উপস্থিত  ছিলেন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here