প্রেসনিউজ২৪ডটকমঃ বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নেতা এইচ এম খলিলুর রহমান । তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলেন। পরে দলের নীতির নির্ধারকদের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে তাদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ না করে দলীয় সিদ্ধান্ত মেনে ছিলেন তিনি।
এইচ এম খলিলুর রহমান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরগুনা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও তালতলী উপজেলা জাতীয় পার্টির কয়েক বারের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন তিনি। এ ছাড়াও তিনি তালতলী উপজেলা পরিষদের প্রথম উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় সুনামের সহিত পাঁচটি বছর জনগণের পাশে ছিলেন। জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি বেশ লক্ষ্যণীয় ছিল।
স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি বরগুনা-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আশায় সর্বত্র প্রচার প্রচারণা চালিয়েছিল। জাতীয় পার্টি ঘোষিত বিভিন্ন কর্মসূচি এলাকায় বাস্তবায়নে তার ততপরতা ছিল বেশ লক্ষণীয়। এরই ধারাবাহিকতায় গত
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দেন তিনি। তার দাবী কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মনোনয়ন দিলে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।